আবর্তনে বিবর্তন

আবর্তনে বিবর্তন

রচনায়
মোহাম্মদ আতাউর রহমান
রাস্না হাউজ উত্তরখান মাজার, উত্তরা, ঢাকা।
E-mail: ar_forest@yahoo.com
marahman@feppcar.org

ডিসেম্বর, ২০০৪ইং, ঢাকা।
¯^ত্ত¡াধিকারী ঃ মোহাম্মদ আতাউর রহমান
ISBN: ৯৮৪-৩২-১৮৪২-৬
সংকলন:- অক্টোবর ২০১৭ ইং

যাদের আদশ আমাকে অনুপ্রানিত করেছে তাদের ক’জনঃ

সর্বজনাবা আকতারুন নেসা
শিক্ষিকা, দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল কলেজ, শ্রীমঙ্গল।

ডঃ আসগারি বানু
অধ্যাপিকা, কায়েদ-ই-আজম ইউনিভার্সিটি, ইসলামাবাদ, পাকিস্তান।

ডঃ সেলিমা বেগম
বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।

আলপনা সেন
শিক্ষিকা, দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল কলেজ, শ্রীমঙ্গল।

শিল্পী লাহিড়ী
এম, এ (বাংলা) ঢাকা।

জনাব শাহ্ কামাল লান্চু হক
উর্ধ্বতন গবেষনা কর্মকর্তা, বাংলাদেশ চা গবেষনা ইনষ্টিটিউট, শ্রীমঙ্গল।

ডঃ নাজলী রহমান

সাধকজ্যোতি
হযরত গাজী মাহ্মুদ ফকির (রাঃ আঃ) এর স্মরণে

সূচীপত্র

কবিতার নাম পৃষ্ঠা
১। আবর্তনে বিবর্তন ৭-১৪
২। কলঙ্কিনী ১৫-১৮
৩। ফকির বাড়ি ১৯-২৩
৪। কেরল বন্দনা ২৪-৩৪
৫। কেরল থেকে ফিরে ৩৫-৩৯
৬। বঞ্চিত কবিতা ৪০-৪৬
৭। কবি নজরুল স্মরণে ৪৭-৫১
৮। অবুঝ সবুজ বিপ্লব ৫২-৫৩
৯।প্রবাদ বচন ৫৪-৬১
১০। প্রবাদ বচন-২ ৬২-৭১
১১। তালগাছ ৭২-৭৪
১২। সাথী জীবন ৭৫-৭৮
১৩। মানবতা ৭৯-৮১
১৪। চাই বিদেশী ৮২-৮৪
১৫। উন্নয়নের জোয়ারে ৮৫-৯১
১৬। বাংলা মা ৯২-৯৮
১৭। কবুতরের জামাই খানা ৯৯-১০২

আবর্তনে বিবর্তন
-মোহাম্মদ আতাউর রহমান

চলন্ত এ বিশ্বমাঝে চল্ছে ধরা, মহাকাল জুড়ে
চক্রে আবর্তে ছন্দে নৃত্যে রূপলাবন্যে
গতিময় এ অনন্তের মেলায়।
কে আছে স্থির একটি মুহুর্তের তরে?
আসা আর যাওয়া, স্থির আর অস্থির
শুধু তূল্যগতির আপেক্ষিক খেলা।
জীবন-যৌবন, জড় আর অজড়
মায়া-মমতা বন্ধন প্রকৃতির লীলা
নিত্য গড়েছে, ভেঙ্গেছে আবার
সেইতো পুরানো খেলা।
আলো আর আঁধার
সুখ আর দুখ
একই বৃত্তে ঘুরছে সদা
তার মাঝে বসে আমি আজ
মেতেছি মোহের মেলায়
বাঁচা আর মরা, মোহ-সম্ভোগ
অধিকার নিয়ে শুধু প্রতিযোগিতা।
শিকার আর শিকারীর খেলা
নিত্য চল্ছে ধরায়,
কেহ খায়, কেহবা খাওয়ায়
কেহবা কেড়ে নেয় অন্যের খাবার।
কাড়াকাড়ি বাড়াবাড়ি যুজে বাজে জিতলে যারা
মানুষ নামে জীব সকলের সেরা। Continue reading